আমাদের কথা খুঁজে নিন

   

কেমন মোবাইল হ্যান্ডসেট চাই?

কেএসআমীন ব্লগ

বাজারে একশটা মডেলের মোবাইল হ্যান্ডসেট এখন পাওয়া যায়। সমস্যা হয় নিজের পছন্দেরটা বেছে নিতে। এটার এটা ঠিক তো ওটা ঠিক নেই। সব মোটামুটি ঠিক থাকলে ডিজাইন ভাল্লাগেনা বা দাম ঠিক নেই--- এইসব আরকি। আর লাইন রেন্ট না থাকায় দু'টো নাম্বার একটি সেটে রাখা সবচে বুদ্ধিমানের কাজ।

একটিতে নেটওয়ার্ক না পেলে অন্যটি কাজ করার কথা। সেজন্য মনে মনে একটি মোবাইল সেটের ফিচার ঠিক করে রেখেছি। দেখুন মিলিয়ে। নেটওয়ার্ক : ডাবল সীম, জিএসএম ও সিডিএমএ, দুটোই একসাথে কার্যকর থাকবে। (০১১**, ০১***) অন্যান্য ফিচার : বাজারে পাওয়া যেকোন ভাল সেটের কাছাকাছি হলেই চলবে।

ডিজাইন : হালকা পাতলা একটি মোটামুটি গ্রহনযোগ্য ডিজাইন। ব্যাটারী : ব্যাটারী লাইফ দু'দিন হলেই চলবে। দাম : ৭ থেকে ৮ হাজার টাকা, এক বছরের ওয়ারেন্টি সহ। স্প্রিন্ট কোম্পনীর জিজি-০২ মডেলের একটি মোবাইল সেট বাজারে রয়েছে। দাম ৯,৯০০ টাকা।

এটাতে দুটো জিএসএম সীম একসাথে কাজ করে। কাছাকাছি মানের চায়নার তৈরী ওয়ারেন্টি ছাড়া সেট পাওয়া যায় ৭,০০০ টাকায়। একটি জিএসএম ও একটি সিডিএমএ (সিটিসেল) নেটওয়ার্কের কথা বলা হলো এজন্য যে, এতে দুটো লাইনেই পরিষ্কার কথা বলা ও শোনা যাবে। নেটওয়ার্ক কনফ্লিকট করবে না। দুটো জিএসএম হলে কনফ্লিকট করে বলে শুনেছি।

সাতহাজার টাকার সেটটির ডিজাইন ১০ হাজার টাকার জিজি-০২ সেটের চাইতেও সুন্দর। কিন্তু ওয়ারেন্টি নেই। বাজারে আমার চাহিদামত জিএসএম-সিডিএমএ সীম সমৃদ্ধ কোন হ্যান্ডসেটই পেলাম না। আন্তর্জাতিক বাজারে আছে বলে জানি, বিশেষ করে চায়নায়। যদি এরকম যুত্তসই ডিজাইন ও ফিচারের একটা মোবাইল পাই, তবে আমিই হবো প্রথম কাস্টমার...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.