আমাদের কথা খুঁজে নিন

   

৭০০০ কোটি টাকার নয় প্রকল্পে সায়

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদিত প্রকল্পের মধ্যে বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায়  দেশে ১৫৬ টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় এসব আশ্রয় কেন্দ্র নির্মিত হবে।


বরিশাল বিভাগ ছাড়া দেশের ছয়টি বিভাগে ৪৩টি জেলার ১৫৪টি উপজেলা এ প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশে বিদ্যমান ২৪৮৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ১৫০টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিবেচনায় নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নির্মিতব্য আশ্রয় কেন্দ্রসমূহ সাধারণ মৌসুমে স্কুল/কলেজ/মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা  জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রণীত ‘মাস্টার প্লান ফর মাল্টিপারপাজ সাইক্লোন অ্যান্ড ফ্লাড শেল্টার’ এর আলোকে প্রকল্পটি প্রণীত হয়েছে।
এছাড়া সভায় ‘৬২০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টস স্থাপন’ নামে অপর একটি প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়।


সংশোধিত এ প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ছয় হাজার ১২৩ কোটি টাকা। এই ব্যয় মূল প্রকল্প ব্যয়ের তুলনায় ৮২৬ কোটি টাকা বা ১২% কম।
সভা শেষে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় ছয় হাজার ৭২০ কোটি টাকা ব্যয় হবে।

প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারের তহবিল থেকে মেটানো হবে।  
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- সমন্বতি বালাই ব্যবস্থাপনা (আইপিএম) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (৪৫ কোটি টাকা), সাইট্রাস ডেভেলপমেন্ট (৪২ কোটি টাকা), বর্ণি বাওড় উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন- ৬৫ কোটি টাকা)।
এছাড়া  কুমিল্লা শহরের শাসন গাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প (৫২ কোটি টাকা), ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প (৭৪ কোটি টাকা), রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কে আমুয়া বিশখালি নদীর উপর ২১৭ দশমিক ৬৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (৪০ কোটি টাকা) এবং বৃহত্তর ময়মনসিংহ জেলায় দুটি সড়ক উন্নয়ন প্রকল্প (৯৫ কোটি টাকা) অনুমোদন পেয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.