আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেরপুরে গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষাস্তরে গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'দীপশিখা' শিরোনামে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহম্মদ   জাকীর হোসেন প্রধান অতিথি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক বিশেষ অতিথি ছিলেন।

প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, নাচ, গান, আবৃত্তিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় প্রি-প্রাইমারি, ইএসপি এবং ব্র্যাকের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত শেরপুর জেলার প্রাথমিক স্তরের ৭৪০টি স্কুলের ২২ হাজার ২০০ শিশু শিক্ষার্থী অংশ নেয়।

জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.