আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের আড়াল ছেড়ে বেরিয়ে আয় শিয়াল-শকুনের ছা

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

(ধিক তোদের অবিরাম) নীরব হয়ে ঘুমিয়ে ছিলাম, জাগিয়ে দিলি ওরে বেজন্মা আগাছা- উপড়ে ফেলে দেব তোর ঝার-গোড়া আমার বাগান আমি সাজাবো- আমার মতো করে হাজার জাতের ধুতুরার পলিনেশনে জন্ম তোর তোর মতো ধুতুরা আমি আমার বাগানে রাখবো না পারিস যদি সামনে আয়। ব্লগের আড়াল ছেড়ে বেরিয়ে আয় শিয়াল-শকুনের ছা। যদি পারিস সামনে এসে বলে যা! দেখে নেব তোর ঐ কন্ঠনালী কতটা শক্তি ধরে! কতটা শক্তি ধরে তোর ঐ নোংরা মুখ আর গ্রীবা! আর তুইও দেখে নিস আমার চোখে, কতোটা ঘেন্না জেগে আছে- কতোটা থুথু জমে আছে- আকন্ঠ গিলে খাস আমার সকল থুথু। তোর জন্যে আমার থুথুই আছে শুধু।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.