আমাদের কথা খুঁজে নিন

   

আজ মনটা ভীষণ খারাপ.....

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

আজ মনটা ভীষণ খারাপ.......... কেন যে!! বিকেলে পরীক্ষা দিয়ে আসলাম।পরীক্ষা মোটামুটি হয়েছে...উতরে যাবার মতন।বাসায় এসে কী যে হলো....খটাস করে মনটা খারাপ হয়ে গেল।আর ভালো হচ্ছে না,কিছুতেই না!! আজ পূর্ণিমা। কেন জানি না,পূর্ণিমাতেই মনটা খারাপ হয়ে যায়।যেন জোছনার আলোয় দুঃখগুলো ভিজিয়ে নিতে চাই।আমার নামের সাথে পূর্ণিমার বৈপরীত্যের কারণেই কি? আমি আনন্দগুলো সবার সাথে শেয়ার করি,কিন্তু কষ্টগুলো কখনোই না................মাঝে মাঝে হয়তো বা কাছের মানুষদের সাথে,তা-ও খুব কম। আচ্ছা,জোছনার আলোয় বৃষ্টি কেমন হয়?আদৌ কি ভরা জোছনায় বৃষ্টি দেখা যায়....নাকি মেঘের ভেলা জোছনাকে সবসময় আড়াল করে রাখে?? আমি অবশ্য ভরা পূর্ণিমায় কখনো আকাশের কান্না দেখিনি.......তবে আমার মনের গহীনে বয়ে চলা নীরব কান্নার আওয়াজ শুনেছি.............হঠাত কখনো বা বরষা হয়ে ঝরতেও দেখেছি...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।