আমাদের কথা খুঁজে নিন

   

ময়োশ চন্দ্রঁ দাশ ।



এক ছিল নাসির উদ্দিন হুজ্জা । তার একটি মেয়ে ছিল । মেয়েটি কে সে বিয়ে দিল। মেয়ের জামাই তার বাড়িতে এসে দশ বার দিন করে থাকত । এক দিন নাসিরউদ্দিন হুজ্জা তার বৌ কে বল্লো যে মেয়ের জামাই এতদিন করে থাকে তার বৌ তাকে বল্লো থাকলে ।

অসুবিদা কী । তখন নাসির উদ্দিন হুদ্দা তার বৌ মনে মনে বল্লো মেয়ে জামাই কে রাখার তোমার এত শখ । একদিন সে তার জামাই কে বুদ্ধি খাটিয়ে বল্লো দেখো আমার গাছের সব লেবু চুরি হয়ে যায় এখন আমি কী করব। জামাই বল্লো এ নিয়ে আপনি ভাববেন না । আমি আজকের রাতটা পাহারা দিব তখন নাসিরউদ্দিন হুজ্জা খুব খুশি হলেন তার পর রাতের বেলায় সে তার বৌ কে বল্লো আমার খুব লেবু খেতে ইচ্ছে করছে তার বৌ তাকে বল্লো এই নিয়ে এত চিন্তা করছ কেন আমাদের তো একটি লবু গাছ আছে ওখান থেকে একটি লেবু নিয়ে আসি তখন নাসিরউদ্দিন হুজ্জা খুশি হয়ে বল্লো যাও নিয়ে আসে তখন তার বৌ লেবু আনতে গেল তখন তার মেয়ের জামাই তাকে চোর ভেবে তাকে জরিয়ে ধরল আর বল্লো চোর চোর বলতেই নাসির্উদ্দিন হুজ্জা দৌড়ে এসে দেখে তার মেয়ের জামাই তাকে জড়িয়ে দরে রেখেছে এই ।

অপবাদ দিতেই মেয়ের জামাই শশুর বাড়ি থেকে চলে গেল । আর ফিড়ে আসলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.