আমাদের কথা খুঁজে নিন

   

ফের পেছালো দিল্লি ধর্ষণ মামলার রায়

ফের পিছিয়ে গেলো দিল্লির চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায়। আজ বুধবার এই মামলার রায় দেবার কথা থাকলেও তা পিছিয়ে ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দীর্ঘ নয় মাস পর ভারতের এক দ্রুত বিচার আদালত চার প্রাপ্তবয়স্ক আসামিকে দোষী সাব্যস্ত করে। গত মাসে ওই মামলার একমাত্র কিশোর আসামির বিরুদ্ধে মাত্র তিন বছরের কারাদণ্ড দেয়ায় দেশজুড়ে বিক্ষোভ হয়। আজও আসামিদের ফাঁসির আদেশের জন্য আদালতের বাইরে বিক্ষোভ হয়েছে।

গত ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে এক চলন্ত বাসে ছয় জনের হাতে নির্মমভাবে নির্যাতিত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান মেডিকেল কলেজের এক ছাত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে বাসচালক রাম সিং ও তার ভাই মুকেশ, আকাশ ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও  কিশোর আনন্দ বিহারকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, গণধর্ষণ, অপহরণ, ছিনতাইসহ বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়। গত মার্চ মাসে তিহার জেলে আত্মহত্যা করেন মামলার অন্যতম আসামি রাম সিং। পরে পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।