আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাদের বিশ্বাস ( প্রথম পর্ব )

ইসলামের উপর আঘাতকারীদের সহ্য করতে পারিনা.............
আল্লাহ তা'য়ালা আদম (আঃ) কে সৃষ্টি করে সুখময় থাকার জন্য বেহেশতে হাওয়া (আঃ) কেও জীবন সঙ্গিনী করে উনার পাশে থাকতে দেন। তারা দু'জন বেহেশতে বসবাস করতে থাকেন। একপর্যায়ে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে তাদের দুনুজনকে জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে প্রেরণ করেন। এদিকে, পাঠাবার সময় তাদের দুনুজনকে আর তাদের মাধ্যমে তাদের ভবিষ্যত প্রজন্মকে বলে দেনঃ- তোমরা এখান অর্থ্যাৎ বেহেশত থেকে পৃথিবীতে নেমে যাও। অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের নিকট আবার জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক আসবে।

তখন যারা আমার পথের অনুসরণ করবে, তাদের জন্য ভবিষ্যতেও কোন ভয় নেই এবং অতিতেরও কোন চিন্তা থাকবে না। আর যারা অবাধ্য হবে এবং আমার বাণীসমূহ অস্বীকার করবে,তারা হবে চিরস্থায়ী দোযখী। আল্লাহ তা'য়ালা সেই প্রতিশ্রুতি অনুসারে মানুষকে আবার জান্নাতে ফিরে যাওয়ার পথ-প্রদর্শনের জন্য লক্ষাধিক নবী-রাসূল ও শতাধিক আসমানী ঐশীগ্রন্থ অবতীর্ণ করেন। সে সকল নবী রাসূলের মধ্যে সর্বশেষ ও সর্বশেষ্ট্র রাসূল হলেন আমাদের নবী মহানবী হযরত মুহাম্মাদ সা. । আর তার নিকট অবতীর্ণ করেন সর্বশেষ ও সর্বশেষ্ট্র আসমানী কিতাব মহাগ্রন্থ আল-ক্বোরআন।

পবিত্র ক্বোরআনের ভাষায় আল্লাহর প্রতিশ্রুত সেই পথ-প্রদর্শনকে বলা হয়েছে হেদায়াত বা পথ দেখানো। আর তার প্রদর্শিত সেই পথ কে বলা হয়েছে ছিরাতে মুস্তাকীম, যার সহজ-সরল অর্থ " সোজা রাস্তা বা সরল পথ"। কাদের জন্য সোজা পথ? উত্তরে বলা যায়, পৃথিবীর মানুষের জন্য। কোথায় যাওয়ার সোজা পথ? উত্তরে বলা যায়, জান্নাতে যাওয়ার সোজা পথ। এখানে প্রশ্ন জাগে যে, সেই সোজা পথের ব্যাখ্যা কী? উত্তরে পবিত্র ক্বোরআনের সম্মানিত ব্যাখ্যাকারগণ "সীরাতে মুস্তাকীম বা সোজা পথের বিভিন্ন ব্যাখ্যা করেছেন।

যেমনঃ- ১। ইসলামের পথ। ২। ক্বোরআনের পথ। ৩।

নবীগণের পথ। ৪। সিদ্দিকগণের পথ। ৫। শহীদগণের পথ।

৬। সালেহগণের পথ। ৭। আহলে সুন্নাত ওয়াল জামা'তের পথ। হাওলা তাফসীরে ইবনে কাসিরঃ ১/৪২-৪৩ অন্য আয়াতে আল্লাহ তায়া'লা বলেনঃ- অর্থ্যাৎ, আর নিশ্চই এটি আমার প্রদর্শিত সোজা পথ, তাই তোমরা এ পথে চল, এছাড়া অন্যান্য পথে চলো না।

অন্যথায় সেগুলি তোমাদেরকে তার পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের এ উপদেশ দিচ্ছেন, যাতে তোমরা ভ্রান্ত পথ থেকে বাচতে পার। সূরায়ে আনআমঃ ১৫৩ এই আয়াতে ছিরাতে মুস্তাকীম বা সোজা পথ কথার অর্থ ইসলাম বা ক্বোরআন পথও হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথও হতে পারে। যদি ইসলাম বা ক্বোরআনের পথ গন্য করা হয়, তাহলে অন্যান্য পথ বলতে অন্যান্য ধর্মের পথ বুঝাতে হবে। আর যদি এখানে সোজা পথ বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত পথ গন্য করা হয়, তাহলে অন্যান্য পথ বলতে ইসলামের মনগড়া অপব্যাখ্যাকারী ৭২ দলের ভ্রান্ত মতবাদ বুঝাতে হবে।

তাফসীরে কামালাইন শরীফঃ ১/৩৫ ঃ- চলবে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।