আমাদের কথা খুঁজে নিন

   

এইম ইন লাইফ না লাইফ ইন এইম ?

আমার লেখায় আমি

ছোটবেলায় কেউ যদি জিজ্ঞেস করতো, ইথুবাবু তুমি বড় হইয়া কি হবা ? আমি তৎক্ষনাত উত্তর দিতাম পাইলট হমু পাইলট !!! এই ইচ্ছাটা কেন জানি এখনো যায় নাই ... এখনো আকাশে প্লেন দেখলে হাঁ কইরা তাকায় থাকি আর নিজেরে সান্তনা দেই যখন অনেক পয়সা হবে আমিও প্লেন চালানো শিখমু। আরেকটু বড় যখন হইলাম, ক্লাস ওয়ান এ পড়ার সময় প্রথম দেখলাম কমপিউটার। দেখলাম আর মুগ্ধ হইলাম। কি জটিল জিনিষ!! এই জিনিষ না পারলে জীবনই বৃথা। তখন পুরা ঢাকাতেই কমপিউটার ছিল হাতে গোনা কয়েকটা, আমি বেহায়ার মত গিয়া সেইগুলার পাশে বইসা থাকতাম আর আমার চারপাশে শব্দ হইতো, ইশশ ইশশশশ ইশশশশ ।

তখনই বুচ্ছিলাম আমার ইঞ্জিনিয়ার হইতে হ্ইব, কমপিউটার ইঞ্জিনিয়ার । এর পরে জীবনে এত কিসু এক সাথে হইতে চাইসি যে এখন আমার সিভি তে এক্সট্রা কারিকুলাম এর সেকশনটা সবচেয়ে বড় । হঠাৎ হঠাৎ চিন্তা করলে আজিব লাগে...এখর যেইখানে আছি আসলে এইখানেও আর থাকতে ইচ্ছা করে না। মনে হয় ইশশ যদি পৃথিবীর সব ইন্সট্রুমেন্ট বাজাইতে পারতাম, যদি সারদিন রাস্তায় রাস্তায় ঘুইরা ফটোগ্রাফি করা যাইতো.... কিন্তু নিজেও জানি কত অসম্ভব এই সব ইচ্ছা। তাই এখন খালি এইম নিয়াই বাইচা থাকতাসি।

আগে জিনিষ গুলা ছিল এইম ইন লাইফ আর এখন পুরা লাইফটাই যাইতাসে এইম এর মধ্যে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।