আমাদের কথা খুঁজে নিন

   

হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ)

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

জানা হয়না এখন সময় রাত না দিন বর্ষা আর বসন্ত এখন সবই সমান আজ রাতে কবি কাব্যহীন। সমুদ্রের ঢেউ মনে হল নিঃশব্দে ভেঙে পড়েছে বালুচরে, যখন কেউ পাগল হয়না আর পাতার মত টানা টানা কালো চোখের জন্য। বাগানের ফুল সম্ভবত তখন আর আগের মত রঙীন স্বপ্ন নিয়ে ফোটেনা। তবুও বলছি, তোমরা মানো কিংবা নাই মানো- জীবন এক বহতা নদী, যে কখনও ফিরে আসেনা তার উতসের কাছে। ওখানে প্রেম এমনি এক নেশা, সে শুধু ফিরে আসে তার প্রেমিকার সন্ধানে।

মানুষ সাধারণত: স্বপ্নের মাঝে ভুল করে, আর প্রেমিক, জীবনকে স্বপ্ন ভাবে- সেও ভুল করে। হায় মন- বড় বিচীত্র এই প্রেমিক হৃদয়, যে হৃদয় শুধু কান পেতে থাকে কারো সামান্য পায়ের শব্দের জন্য। কি কষ্টের সেই অপেক্ষা, কেউ জানেনা, যদিনা সে কখনও ভালবাসার স্বপ্নকে ছুঁয়ে দেখে! তুমি কেবল আমার চোখ নিয়ে ভাব, ভাবতে ভাবতে একদিন চলেও গেলে! আমি কেবল একলা এপারে বসে শুধু তোমায় ভাবি, শরীর মনের আড়ালে! পৃথিবীর মানুষেরা একে সম্ভবত প্রেম বলে আমি বলি বেঁচে থাকা- ভালবাসার জন্যই এ বেঁচে থাকা। সামান্য এই দাবী আজ জীবনের বন্ধ দুয়ারে, কিন্তু হায়- হৃদয়ের সেই কপাট কখনও খোলা হয়না তোমার। এ জনমে হবার সময় শেষ করে দিয়েছ তুমি, অন্যভুবনে গিয়ে ডেকে বলছ,"অপেক্ষায় আছি আমি।

" যদি দেখতে পাও তবে দেখ- দরজার ওপাশে মিষ্টি রোদেলা আকাশ; কেউ একজন আজও অপেক্ষা করে কপালে লাল টিপ সাজিয়ে, শুধু তোমারই জন্য। হয়ত আমি বদলে যাব একদিন, তুমি হ্য়ত মুছে যাবে তখন, যখন তোমার সমাধীর দূর্বাঘাসে আমার কান্না আর ছুঁয়ে যাবেনা; আমার ঐ তরল চোখ দেখার জন্য তোমার চোখ আর নিষ্পলক তাকিয়ে থাকবেনা.. কিন্তু আমার হৃদয় তখনও তোমাকে ভাববে, বহুদূরের অদেখা আকাশ থেকে। হে ভালবাসা, তোমার জন্য- বড় অসমান এই পৃথিবী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।