আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়ি - ১৪ / জুমু'আর দিন সংক্রান্ত - ১

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

আবূহুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, "আমরা [দুনিয়াতে] সবার শেষ [উম্মাহ্] কিন্তু কিয়ামতের দিন আমরা হব প্রথম। আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব, অথচ তাদেরকে আমাদের আগে কিতাব দেয়া হয়েছিল এবং আমাদের দেয়া হয়েছে তাদের পরে। তারা মতভেদে লিপ্ত হয়েছিল আর সত্যের ব্যপারে তারা যে মতভেদ করেছিল আল্লাহ্‌ সে ব্যাপারে আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন‌। আর আজকের দিন [জুমু'আ] হচ্ছে সে দিন যে ব্যাপারে তারা মতভেদ করেছে এবং আল্লাহ্‌ আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আজকের দিন [জুমু'আ] আমাদের; ইয়াহুদীদের আগামীকাল [শনিবার]; আর খৃষ্টানদের তারপরের দিন [রবিবার]। বুখারী ও মুসলিম। [ইমাম আল-মুনজ়িরির "মুখতাসার সহীহ্‌ মুসলিম" থকে সংগৃহীত। হাদীস নং-৩৯৯]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।