আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক (২)



ছেলের মিথ্যে বলা বন্ধ করার জন্য বাবা বাজার থেকে একটি রোবোট কিনে এনেছে। এটার বিশেষত্ব হল ওর সামনে মিথ্যে কথা বললেই ওটা থাপ্পড় মারে। বাবা : বল আজ কোথায় ছিলি? ছেলে : কেন স্কুলে। রোবোট : ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ছেলের গালে। বাবা : কেনরে মিথ্যে কথা কেন বললি।

বাবা : আরে কিছু শিখতে হলে আমার কাছে শিখ। আমাদের সময় আমরা কখনো স্কুল ফাকি দিতাম না। রোবট : ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল বাবার গালে। মা : আরে ছেলেটাকে মারছ কেন। তোমারই তো ছেলে।

রোবট : ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মায়ের গালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।