আমাদের কথা খুঁজে নিন

   

২য় রাজপুত্র এখন ২ মাসের

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

এসপ্তাহে দু'মাসে পড়ল আমাদের ২য় রাজপুত্র, রেদওয়ান। হাত নিশপিশ করছে কবে যে আদর করব, চিমটি কাটব!! কবে যে ওর বাবার ব্যস্ততা কমবে আর কবে ওরা আসবে? কেমন হবে ও? দেশের বড়টার মতো না হলেই হয় (১মটার এসপ্তাহেই ২বছরের হলো)। ওকে ছুতেঁ গেলেই হাত ঝটকা মেরে বলে, "ধা!, ধা!" আর কি ভীষন চোখ কুচঁকানি!!! যতই চেচাঁই, ও ভাবী তোমার ছেলে আমারে ধাইতে বলে!! ভাবীর উত্তর, না না, ওতো দাদা বলা শিখছে পিচ্চির অনেকগুলা সুন্দর মায়াকাড়া ছবি পাঠাইলো ভাইয়া, এই সেদিন। দারুন দারুন সব ছবি। এক্কেবারে অপরেশন থিয়েটারে ঘটা খুটিনাটি সবকিছুর . . . থেকে ওরে নিয়ে রোদে বসা ভাবীর অসাধারন হাসি, দু'বোনের জীবন্ত খেলনা পাবার আনন্দ, ভাইয়ার স্মিত হাসি।

আম্মার মন যেন ভরে না, মনিটরে হাত ছুইয়ে বসে থাকে। নাতনি-নাতি নিয়া আল্লাদি আমার মায়ের একটু বেশিই। সবপিচ্চি হবার আগে মেহেদীতে হাতে টোপর পরতে কিযে মজা পান উনি!! আমরা ভাইবোনরা অনেক ক্ষেপাই, তাও করে। এবারও রেদওয়ান-এর সময়ও, তাই করেছে, জানে কোলে নিতে পারবে না . . . . তাও। আমাদের বাসার সবাই ওর জন্মের সময় অনেক কেদেছি।

সুখের আর দুঃখের কান্না, আনন্দের পাশাপাশি না পাওয়ার কান্না। ঐ একইদিন আমার মায়ের কোলে থাকতে পারত আর একটা রাজপুত্র, তার ৩য় নাতি। যার আসার দিন ঠিক হয়েছিল সেপ্টেম্বরের ৪-৬ তারিখ। ডাবল খুশির আগমনের জোয়ারে কতই না প্রস্তুতি আমাদের . . . . .সে এসেছিলও...... তবে সময়ের বেশ আগেই, মাত্র তিন মাস আগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।