আমাদের কথা খুঁজে নিন

   

সৌরজগতের বাইরে পঞ্চম গ্রহের সন্ধান



সৌরজগতের বাইরে আরো একটি গ্রহের সন্ধান মিলেছে। এ নিয়ে সৌরজগতের বাইরে আবিষ্কৃত গ্রহের সংখ্যা দাড়াল পাচটিতে। গ্রহটি সূর্যের মত দেখতে একটি তারার ৪১ আলোকবর্ষ দূরে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমন করছে বলে জ্যোতির্বিজ্ঞানীরা গতকাল বুধবার জানিয়েছে। নতুন আবিষ্কৃত এ গ্রহটি ৫৫ ক্যানক্রি নামের তারাকে কেন্দ্র করে পরিভ্রমনরত অপর চারটি গ্রহের সঙ্গে মিলিত হয়েছে। গ্রহটি ওই তারকার আশপাশের এলাকার মধ্যে অবস্থান করলেও সেখানে তরল পানি এবং সহনীয় তাপমাত্রা নেই।

অর্থাৎ এ গ্রহটি পৃথিবীর মত জীবন ধারণের উপযুক্ত নয়। তবে পৃথিবীর মত গ্রহ সেখানে নেই, এমন দাবী নাকচ করে দিয়ে বিজ্ঞানীরা বলেছেন প্রযুক্তি উন্নত হলে এমন গ্রহও পাওয়া যেতে পারে। নতুন আবিষ্কৃত গ্রহটি পৃথিবীর ৪৫ গুন বড়। ২৬০ দিনে এটি নিজের কক্ষপথ পরিভ্রমন করে। দুই দশকের গভীর পর্যবেক্ষনের পর গ্রাউন্ট টেলিস্কোপের সাহায্যে ডোপলার টেকনিকের মাধ্যেমে গ্রহটি আবিষ্কৃত হয়েছে।

গ্রহটির সহ-আবিষ্কারক সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ডেবরা ফিসচার জানান, আবিষ্কৃত গ্রহটি সেখানে অন্যান্য গ্রহের সঙ্গে একই গতিতে পরিভ্রমন করছে। তবে সেখানে সেটি অদ্বিতীয় নয় বলেও তিনি উল্লেখ করেন। এ গ্রহটি সৌরজগতের বাইরে আবিষ্কৃত পাচটি গ্রহের মধ্যে র‌্যাংকিয়ের চতুর্থ স্থান দখল করেছে। সূত্র- দৈনিক যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.