আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই নিজের মাঝে

জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না.. নিজেই নিজের মাঝে ভাবি কবেরে আমার হবি নিজেই নিজেকে সাজাই বধূরুপে হবে কি বাসর মোদের, হলুদ তপ্ত ধূপে। নিজেই নিজেকে আজ তোর তরে ভাবি কবেরে বন্ধু তুই আমার আমিতে রবি। নিজেই নিজেকে আজ ভাবি তোর সকাল মিষ্টি রোদের আগমনে তুই যে মোর বিকাল। নিজেই নিজেকে আমি ভাবি দিবানিশি তোর ভালোবাসাতে মন আজ সীমা ছাড়িয়ে খুশি। নিজেই নিজেকে আজ রেখেছি তোর ঘরে রাখিস বন্ধু যতন করে আদর করে মোরে। নিজেই নিজেকে আমি ভাবি তোর জিবন তুইও বন্ধু ভাবিস আমায় তোর চির আপন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.