আমাদের কথা খুঁজে নিন

   

আমি

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

উপাদান বিহীন আমি উপসর্গ বিহীন আমি কোলাহল বিহীন আমি অস্তিত্ব বিহীন আমি কারফিউ আক্রান্ত ভুতুরে এক নগরীর মতই আমি তবুও কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখ? তবুও কেন আমার কাছ থেকে কবিতার আশা কর? স্রোত বিহীন আমি বিভ্রান্তির ভেড়াজালে আক্রান্ত আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলি আমি সম্পদের আশায় প্রতিনিয়ত বিক্রি হই আমি রক্তচক্ষুর রাঙানীতে সদা তটস্থ থাকি আমি তবুও কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখ? তবুও কেন আমার কাছ থেকে বিপ্লব আশা কর? বৃন্ত বিহীন আমি শাখা বিহীন আমি পত্র বিহীন আমি খরতাপে প্রজ্জলিত হয়ে বর্ষার প্রতিক্ষায় থাকি আমি তবুও কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখ? তবুও কেন আমার কাছ থেকে বসন্ত আশা কর? চেতনা বিহীন আমি শব্দ বিহীন আমি প্রতিবাদবিহীন আমি চাপিয়ে দেয়া শত জঞ্জালেও নিরুত্তাপ আমি তবুও কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখ? তবুও কেন আমার কাছ থেকে শ্লোগান আশা কর?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।