আমাদের কথা খুঁজে নিন

   

হূমায়ন আহমেদ এর গল্পের ভুল



হূমায়ন আহমেদ এর গল্পের কিছু ব্যাপার প্রায় বইতেই দেখা যায়(এক ধরনের ভুল বলা যেতে পারে)। ১. হূমায়ন আহমেদ এর গল্পে সাধারনত যে মেয়েরা থাকে তারা খুব রূপবতী ও বুদ্ধমান হয় কিন্তু সচারাচর এ রকম মেয়ে দেখা যায় না। ২. হূমায়ন আহমেদ এর গল্পের শেষ টা একটু ভিন্ন ধরনের হয় এটা খুব ভাল কিন্তু এই ভিন্ন ধরন টা আস্তে আস্তে এক ধাচের হয়ে যাচ্ছে যা প্রতি বইতেই দেখা যায় এবং যা আস্তে আস্তে তার ভিন্ন ধরনটা আমাদের বিরক্ত করে তুলছে। ৩. হূ:আ:এর গল্পের প্রধান চরিেএর যে ছেলে থাকে সে সাধারনত নিয়ম ম্ওাফিক থাকে না, এটা আমাদের পছন্দ হয় কিন্তু প্রায় বইতে এটা থাকায় সবার ভাল লাগার কথা না। ৪. এছারা তার গল্প শেষ করে না ফলে পাঠকদের নিজেদেরই গল্পের শেষ বের করতে হয়। ৫. আমার যা মনে হয়, হূ:আ: যে সময় ইচ্ছা সেই সময় গল্পের কোন গঠন ছাড়াই থামিয়ে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।