আমাদের কথা খুঁজে নিন

   

সরে যাও ,পাথর



তোমাকে সরাতেই এসেছিলাম আমি। এই পলিভূমে নোঙর গেড়ে থামিয়েছি নৌকার গতি । তারপর শালবনে মৃতদের বোবামুখ খুঁজে নিতান্তই পেয়েছি হাড়গোড়। শাদা খুলি। তাহলে কি ঐ মানুষগুলো ছিল রক্তশুন্য ? অথবা তাদের কোনো হৃদপিন্ড ছিল না? যাদের হৃদয় থাকে না তারা তো মানুষ নয়। সব জীবে প্রাণ থাকে। হৃদয়ের জোসনাচরে সবাই গড়ে না বসতি। আর যারা পশুত্বের পসরা সাজিয়ে অনুপ্রবেশ করে , আমি তাদের বড়জোর পাথরই বলতে পারি ! না- দু:খিত ! ওগুলো পাথর নয়, একধরনের কীট। একাত্তরে বাংলা নামের দেশে এসব কীটদের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।