আমাদের কথা খুঁজে নিন

   

পরম প্রার্থনাতেই মিলে কেবল নিষ্কৃতি

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মনে শুধু বাজে এক সুর.. শব্দহীন ধ্বনিতে প্রার্থনার গুঞ্জন। কাঙালের কাঙালপনাও বুঝি হার মানে! হায়, আজ আমি এতোটাই নিঃস্ব! জন্মের প্রতি আজন্ম অবহেলায় পেরিয়ে গেছে কবে রজতজয়ন্তী! পাপের বোঝার দায়বদ্ধতার স্বীকৃতি? পরম প্রার্থনাতেই কেবল মিলে নিষ্কৃতি।। ২০০৭ এর ৩০৩ ________________________ গানে গানে প্রার্থনার তান- মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য উঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফুটাও জীবন মরুতে করুণাধারায় ঝরো প্রভু বলো তার কী অপরাধ জন্ম হয়েছে যার পাঁকে তোমারও ক্ষমা দিয়ে তুমি ফুটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু __ মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু __ oh mark the words that I do say, who knows, tomorrow could be your day, at last, it comes to heaven or hell decide which now, do not delay! come on my brothers let us pray decide which now, do not delay. শেষ নিঃশ্বাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।