আমাদের কথা খুঁজে নিন

   

গোপাল ভাঁড় (একাদশী)(ক্লোজআপহাসি)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ওকানও এক একাদশীতে গোপালের গুরুদেব ষোড়শোপচারে ভোজন করলেন। গোপাল গুরুদেবের ভোজন দেখে মনে মনে ভাবল যে, সেও আগামী একাদশীতে উপবাস করবে এবং গুরুদেবের সঙ্গে প্রসাদ নেবে। সেইমতো সামনের একাদশীর দিন গোপাল উপবাস করে বসে থাকল। এদিকে বেলা যায় অথচ গুরুদেব জলযোগ করছেন না দেখে গোপাল গুরুদেবকে জিজ্ঞেস করল, "বেলা যে যায়, জলযোগ করবেন না?" গুরুদেব বললেন, "আজ ভীম একাদশী।" "আজ নিরম্বু উপবাস।"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।