আমাদের কথা খুঁজে নিন

   

হেড কোচ ও বাংলাদেশের ব্যাটিং কোচ তত্ত্ব

i`m what i`m. জাতীয় ক্রিকেট দল অভিভাবকহীন। একজন দাই মা (শেন জার্গেনসেন) আছেন। কিন্তু তাকে দিয়ে কি হয়? কিন্তু এক বেসরকারী টিভিতে বিসিবির মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন- জার্গেনসেনকে হেড কোচ করা হতে পারে। আনা হবে নতুন ব্যাটিং কোচ। তালিকায় নাকি পাঁচজন আছেন।

যারা আবার ব্যাটে-বলে হলে আর্বিভূত হতে পারেন নতুন হেড কোচ হিসেবে। এই যদি একটা ক্রিকেট বোর্ডের কোচ নির্বাচন পদ্ধতি হয় তবে আর কিছু বলার প্রয়োজন থাকে না। জালাল আরো বলেছেন, আজকাল বিজ্ঞাপন দেখে কেউ জীবন বৃত্তান্ত জমা দেন না কোন বোর্ডকেই। এটা কি কোন পেশাদার বোর্ডের মুখে মানায়? গ্যারি কার্স্টেন যখন ভারতের কোচ হন, তখন তাকেও সিভি দিতে হয়েছিল। তাহলে বিসিবি কেনো কোচের জীবন বৃত্তান্ত পায় না? কার্ল হুপারকে নিয়ে এক প্রস্থ নাটক হবার পর, হেড কোচ নয় বিসিবি চায় একজন ব্যাটিং কোচ! এটাও বিশ্বাস করতে হবে? না কি খোদ অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট চায় জার্গেনসেনই হেড কোচ হিসেবে থাকুক? সেটা হতেই পারে।

কিন্তু জেমি সিডন্সকে নিয়ে সাকিব একই তত্ত্বে সওয়ার হওয়ায় অনেক ঝামেলা বিসিবিকে পোহাতে হয়েছে। যদিও মুশফিক সাকিব নন। অনেক কৌশলী। সেটা ভালো। কিন্তু জার্গেনসেন হেড কোচ! কেমন যেনো বাধো বাধো লাগে।

যে দলের হেড কোচ একজন ফাস্ট বোলার, সে দলের সংখ্যা বিশ্ব ক্রিকেটে এখন কতজন? এর মানে এই নয় যে, হেড কোচ বোলিং নির্ভর কেউ হতে পারবেন না। কিন্তু একবার বিসিবির কেউ কি ভেবে দেখেছে, টাকায় বনছে না বলে জন রাইটকে যে হেড কোচ হিসেবে বোর্ড নিতে নিতেও নিচ্ছে না, সেটা কি ঠিক কাজ? এখানে বলে রাখা দরকার নটিংহ্যামশায়ারের ব্যাটিং ডিরেক্টরও আছেন বিসিবির তালিকায়। কিন্তু বাংলাদেশ এবছর যদি হেড কোচ নিয়োগ দেয় বা ব্যাটিং কোচ, তাহলে তার মেয়াদ থাকবে দু বছর। তার মানে দেখতে দেখতে ২০১৫র বিশ্বকাপ চলে আসবে। খেলা হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

তার আগে ওই দু দেশে বাংলাদেশের সফরের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। লক্ষ্য পূরণের গল্পটা এবারো শুনবে হবে বিসিবির কাছ থেকে এ ব্যাপারে আমি নি:সন্দেহ। কিন্তু লক্ষ্য পূরণের আগে কি কি শর্ত পূরণ প্রয়োজন সেটা বিসিবি খুব বেশি করে দেখাতে পারেনি। এতো কম সময়ের পরিকল্পনা নিয়ে সামনের দিনগুলোতে জার্গেনসেনকে হেড কোচ করার পরিকল্পনটা কার মাথা থেকে এসেছে সেটা জানতে ইচ্ছে করছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।