আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্ন-ডায়রীর পাতা-২

কবি

আমাদের অবিনাষী ঘরের ভিতর কথা ছিলো পর্যটক একটা সসার এসে নামবে হঠাৎ , আমরা জানিয়ে দিবো ওকে এই এই দেখছো পৃথিবী এখানে আমাদের ছায়াগুলো কোনদিন কথা বলে নি আমাদের সভ্যতার সাথে, অথচ মৃত্যর পর ওরা মুক্ত বেফাঁস আতœার মত উড়তে উড়তে কথা বলে; বলে, প্রতি সূর্যোদয়ে কবরের হাড়গুলো ক্রমে ক্রমে ক্ষয়ে যাচ্ছে। অথচ জানোতো কবরের হাড় পৃথিবীর কাঠামো কঙ্কাল, কেননা মৃতদের ভাষাতে পৃথিবী চলছে সফল। এলো কই, কেউ আসে না এই ঘরে; এমনকি পর্যটক ফাইং সসার এবার বসন্তে আবারও ঝরে যাচ্ছে মেহেগুনি পাতা অথবা বর্ষায় আবার সিড়িঘর দিয়ে গড়িয়ে নামবে জল আমাদের ঘরে আজ কোন প্রতিমার ছবি নেই অথবা চে গুয়েভারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।