আমাদের কথা খুঁজে নিন

   

গনি মিয়া ফিচারিং সাতিয়া মুনতাহা নিশা (মুঠোকাব্য ও নিশা বুবু)

অত শত জানি না , জল খাবো পানি না।

// নব্য লেখক // গাও গিরামের নব্য লেখক পল্কা আমার কাজ; নিশা বুবুর কোবতে পড়ি খাসা ছন্দের ভাঁজ। কি চমেতকার শব্দচয়ন, চক্ষু চড়ক গাছ! উল্টাবো কি? কস্মিনকালেও খাইনি ভাজা মাছ। // নিখোঁজ সংবাদ // কাঁচা-পাকা মগজ আমার কোবতে টা কম বুঝি, শহরতলীর ব্যস্ত ব্লগে বুবুর লেখা খুঁজি। // দিন বদলের সুর // নিশা বুবুর ব্লগের পাতায় দিন বদলের সুর; দাঁত ভাঙ্গা সব জবাব যেন, শক্ত ঘোড়ার ক্ষুর। নতুন রুটের ব্লগযাত্রী আমরা হলেম তাই, দিনের শেষে বুবু তোমায় লাল সালাম জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।