আমাদের কথা খুঁজে নিন

   

সদরপাট্টা ২০০৭/নিম নাখারা

মাহবুব লীলেন

পুঁটি মাছ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঝালফ্রাই কিংবা চ্যাপা শুঁটকি হবার প্রক্রিয়া দেখে না তারা জালে পিঠ ঠেকলেই এক লাফে আত্মহত্যা করে আর কৈ মাছ প্রথমে নিজের ধরা খাওয়া দেখে তারপরে দেখে খাঁচা; দেখে দেশান্তর দেখে বাজার; দরকষাকষি কানকো নেড়ে নিজের বিক্রি হওয়া দেখে রান্না ঘরে আঁশ ছাড়ানো দেখে; বটি দায়ের ধার দেখে ফালাফালা শরীরে মসলা ও লবণ মাখানো দেখে অবশেষে তিত্তিড়িং লাফ দিয়ে গরম তেল দেখে কৈ মাছেরা পুঁটি মাছের মতো বুদ্ধিমান হয় দু বছর পরে এসেও সহোদর হিরন আধাঘণ্টার মধ্যেই বুঝে ফেলে পুঁটি মাছ পন্থী হওয়া বুদ্ধিমানের কাজ আর আমি ইসকুল কলেজ ভেঙে এখনও রয়ে গেছি কৈ মাছ পন্থী বেকুব ২০০৭.০১.১৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.