আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোবার্তায় অনুকাব্য বা মুঠোকাব্য (পর্ব ২)

অত শত জানি না , জল খাবো পানি না।

// অলস প্রেমিক // অলস বসে প্রেমিক ভায়ার হইছে পিছন ব্যাথা, একা একা বোর হচ্ছে, পায় না খুঁজে কথা। ক্লাস বন্ধ তাই ইদানিং বাসায় বসে থাকে, xGF কে প্রেম-পত্র পাঠায় মোবাইল ডাকে। // অধঃপতন // সুন্দরীকে সংগ দিতে পর করেছ সব Be Careful সামনে পেলে ভাঙ্গবো মাথায় টব মিসকলটাও দিতে তোমার পয়সা খরচ হয়? তোমার এরূপ অধঃপতন কেমনে মনে সয়। এই sms টা পাবার পর আমার বন্ধু নাঈম শাহরিয়ারের উত্তরটা শুনুন - // ফোন-বালিকা // ফোন-বালিকা মন বালিকা নয়; ফোন করলেই সবকিছু কি হয়? যদি হত ফোন করলেই সব, করত সবাই মোবাইল প্রেমের জব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।