আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোবার্তায় অনুকাব্য বা মুঠোকাব্য (পর্ব ১)

অত শত জানি না , জল খাবো পানি না।

মুঠোবার্তা, মানে সোজা কথায় sms এ লেখা অনুকাব্যগুলোকে আমি ডাকি মুঠোকাব্য। সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায়, মুঠোবার্তা + অনুকাব্য = মুঠোকাব্য। বন্ধুদের পঁচানী দিতে মুঠোকাব্যের জুড়ি মেলা ভার। তো আমার লেখা সেরকম কিছু মুঠোকাব্য আপনাদের জন্য সামহোয়্যারইন এ প্রকাশ করলাম।

// কুবের চরিত // কাজিন আমায় হার্ট দিয়েছে, এই কথাটা মানি কিন্তু তুমি এই ইদানিং করছ কি তাও জানি; পরের বউয়ের সঙ্গে চামে, কর রঙ্গলীলা মোবাইল যুগের কুবের তুমি, আর সাথে কপিলা। // ব্যাঙ এর স্যুপ // দাঁত ভাঙ্গা এক জবাব শুনে চুপ মারিছো চুপ, সুন্দরী এক নারীর প্রেমে খাচ্ছ ব্যাঙ এর স্যুপ। // লোন বিন্যাস // ফালতু প্যাঁচাল বন্ধ করে, আমার কথা শোন অনেক তো ভাই করলি পিরিত, করলি মোবাইল ফোন; প্রেম করতে গিয়ে শেষে না হয় নিতে লোন সময় আছে এখনো, তুই বানা তারে বোন। // অনুকাব্যগুলো আমার এক বন্ধুকে SMS করেছিলাম মজা করার জন্য। এই SMS গুলো এতটাই জনপ্রিয় যে মাঝে মধ্যে আড্ডায় এখনো এগুলো পড়া হয়।

তাই সামহোয়্যারইন এ শেয়ার না করে থাকতে পারলাম না। ভালো লাগলে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।