আমাদের কথা খুঁজে নিন

   

যাদের বেঁচে থাকার অধিকার নাই-আসুন তালিকা করি

৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না

কলেজ জীবনে আমরা বন্ধুরা তালিক করতাম একটা। তালিকার নাম ‌'যাদের যাদের বেঁচে থাকার অধিকার নাই'। যার যার প্রতি আমাদের রাগ ছিল তাদের নাম দিয়ে দিয়ে তালিকা করলাম অনেক বড়। কলেজ জীবন তো তাই তালিকায় বেশিরভাগ ছিল শিক্ষকরা, কিছু বন্ধু ও কলেজের কিছু বড় ভাই আর কিছু আত্মীয় স্বজন। যত বড় হলাম সেই তালিকাও পাল্টে গেল।

ইউনিভার্সিটি জীবনে সেই তালিকা আমি ঢুকালামা আমার সে সময়ের বান্ধবী মাহজাবিনের মা'র নাম। তখন মনে হয়েছিল তিনিই আমাদের জীবনের বড় বাঁধা। সেই মাহজাবিন এখন আমেরিকায়। যে ছেলেটা তাকে নিয়ে গেল তার নাম আর তালিকায় ঢুকানো হলো না। তারপর অনেকদিন আর সেই তালিকা করা হয়নি।

এখন নতুন করে আবার তালিকা করতে ইচ্ছা করছে। আসুন আমি তালিকা করি- ১। গোলাম আজম ২। মতিউর রহমান নিজামী ৩। আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ৪।

দেলোয়ার হোসেন সাইদী ৫। শাহ আবদুল হান্নান ৬। আবদুল কাদের মোল্লা আসুন তালিকা বানাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.