আমাদের কথা খুঁজে নিন

   

আটত্রিশ খণ্ডে প্রকাশিত হচ্ছে দেশের সব প্রচলিত আইন

--------------------------------

শেষ পর্যন্ত দেশে প্রচলিত সব ধরনের আইন সংকলন আকারে প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ কোড নামে ৩৮ খন্ডে এ কোড প্রণয়নের কাজ গতকাল শেষ হয়েছে। আগামী ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হবে। আগামী ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক্করণের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রেক্ষাপটে এ কোড প্রকাশ বিশেষ গুরুত্ববহ। অবিশ্বাস্য হলেও সত্য, এ কোড প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে প্রচলিত আইনগুলো কোথাও সংরক্ষিত ছিল না। এমনকি বিচারকদের প্রয়োজন মেটাতে দেশের বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতেও নির্ভরযোগ্য পাঠ হিসেবে বিবেচনার মতো আইনের এমন কোনো সংকলন পাওয়া যায়নি। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত তৈরি হওয়া আইনগুলো পর্যন্ত পরিবর্তিত হয়ে সর্বশেষ কী অবস্থায় পৌঁছেছে খোদ সরকারের পক্ষেও তাৎক্ষণিকভাবে জানার কোনো সুযোগ ছিল না। এ পরিস্থিতিতে দেশে কী কী আইন প্রচলিত আছে কারো পক্ষে তা জানা সম্ভব হয়নি। অথচ আইনের বিধান হচ্ছে, অজ্ঞতাপ্রসহৃত কোনো অপরাধের জন্য আইন না জানার কারণে আইনের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সূত্রঃ দৈনিক সমকাল (কাজী আব্দুল হান্নান),২৬.১০.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।