আমাদের কথা খুঁজে নিন

   

মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব

আল্লাহর মহত্ত্ব এবং রাছুল সা এর রহমত মহানবী হযরত মোহাম্মদ সা সাহাবিদের নিয়ে মদিনায় পরিখা খননে ব্যস্ত , শত শত সাহাবি প্রানান্ত পরিশ্রমের মাধ্যমে মাটি মাথায় বহন করে শক্ত বাধ নির্মাণ এবং মদিনাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে খাল খননে ব্যস্ত । নবীজীর প্রিয় সাহাবী লক্ষ্য করলেন নবীজীর পেটে পাথর বাধা , পেট মোবারক ইশদ কুঞ্জিত । সাহাবী নবীজীর শুকনো মুখ মোবারকলক্ষ্য করে বাড়ি চলে আসে একমাত্র সম্ভল মেষ ছাগ জবাই করে স্ত্রীকে কিছু যব পিষে খামি বানাতে তাগদা দেয় । নবীজীর কানে কানে দাওয়াত দেয় সাহাবী , নবীজী তাৎক্ষনিক সব সাহাবাকে দাওয়াত দিতে তাগদা দেন । সাহাবী দাওয়াত দেন সবাইকে যথা সময়ে দলবল লয়ে নবীজী ঐ সাহাবীর বাড়িতে উপস্থিত ।

আবুআইয়ুব আনসার রা এর স্ত্রী হতবাক , খাবার মাত্র ২/৩ জনের আর লোক ৪ হাজারের অধিক হবে । নবীজী রান্না করা মাংস এবং খামির মধ্য কিছুটা থুথু মোবারক মিশিয়ে দিয়ে পরিবেশন করতে বললেন । সাহাবী তাই করলেন এবং সমস্ত সাহাবিদের মধ্য বিতরন করার পরও আরও খাবার বাড়টি রইল । এবার সাহাবীকে ডাকলেন দয়াল নবীজী তোমার ২ সন্তান কোথায় ডেকে নিয়ে এস । সাহাবীর মৌনতা দেখে নবীজী কিছু আচ করতে পেরে ডাক দিলেন হে নাতি ইব্রাহিম ও সাদি তোমরা এস ঘরের কোনে চাদর দিয়ে ডাকা মৃত দুভাই জিন্দা হয়ে নবীজীর পাশে চলে এল এবং জবাব দিল ।

ঘটনা ক্রমে দুভাই পিতার মেষ জবাই দেখে চুরি লয়ে পাশের জংগলে একেঅপরে , খেলাচ্ছলে জবাই করে বসে । অন্য ভাই ভয় পেয়ে ছাদ থেকে লাফিয়ে সেও মারা যায় , অথচ কেমন সাহাবা ছিল শুধু নবীজীকে রাজি খুশি রাখার জন্য এতবড় শোক ভুলে ছেলেদের লাশ চাদর দিয়ে ডেকে রেখেছিলেন আল্লাহু আকবার / ছুবহান আল্লাহ বলুন নবীজী দাওয়াত খেয়ে আবার পরিখার কাজে লেগে গেলেন তার প্রিয় সমস্ত সাহাবাদের নিয়ে । আর আশ্চান্নিত হলেন অনেকেই । পরের দিন ১০০ শত নব্য সাহাবি কালমা পাট করেন । লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাছুলুল্লাহ ।

মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব । হাদিস সংকলন থেকে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.