আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ২০টি মোবাইল ফোনসেট কথন

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   আজকের এই মোবাইল খুঁটিনাটির ছুটির দিনের পোস্টে আসুন দেখে নেই সেই মোবাইল ফোন যুগ শুরুর প্রথম থেকে আজ পর্যন্ত সারাবিশ্বে সবথেকে বেশি বিক্রি হওয়া সেটের তালিকা। হতে পারে আপনিও এর কয়েকটি ব্যবহার করেছেন বা করছেন।

২০. নোকিয়া ২৬৫০ এটি বাজারে আসে ২০০৪ সালে এবং ৩৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১৯. অ্যাপল আইফোন ৩জিএস এটি বাজারে আসে ২০০৯ সালে এবং এটিও প্রায় ৩৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১৮ এবং ১৭. স্যামস্যাং গ্যালাক্সি এস২ এবং এস৩ সেটদুটি বাজারে আসে যথাক্রমে ২০১১ এবং ২০১২ সালে এবং দুটো সেটই এখন পর্যন্ত প্রায় ৪০ মিলিয়ন ইউনিট করে বিক্রি হয়েছে। ১৬. নোকিয়া ৬২৩০ এটি বাজারে আসে ২০০৪ সালে এবং ৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১৫. নোকিয়া ৩১০০ এটি বাজারে আসে ২০০৩ সালে এবং ৫০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিক্রি হয়েছে।

১৪. মটরলা স্টারট্যাক এটি বাজারে আসে ১৯৯৫ সালে এবং প্রায় ৬০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১৩. মটরলা সি২০০ এটি বাজারে আসে ২০০৩ সালে এবং এটিও প্রায় ৬০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১২. অ্যাপল আইফোন ৪এস এটি বাজারে আসে ২০১১ সালে এবং এটিও প্রায় ৬০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ১১. নোকিয়া ৫১৩০ নোকিয়ার এক্সপ্রেস মিউজিক সেটগুলোর ভিতর অন্যতম সফল সেট। ২০০৭ এ বাজারে এসে প্রায় ৬৫মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।

১০. নোকিয়া ৬০১০ এটি বাজারে আসে ২০০৪ সালে এবং প্রায় ৭৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৯. নোকিয়া ১২০৮ এটি বাজারে আসে ২০০৭ সালে এবং ১০০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৮. নোকিয়া ১৬০০ এটি বাজারে আসে ২০০৬ সালে এবং প্রায় ১৩০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৭. মটরলা রেজর ভি৩ এটি বাজারে আসে ২০০৪ সালে এবং প্রায় ১৩৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৬. নোকিয়া ২৬০০ এটি বাজারে আসে ২০০৪ সালে এবং ১৩৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।

০৫. নোকিয়া ৩৩১০ এটি বাজারে আসে ২০০০ সালে এবং ১৩৬ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৪. নোকিয়া ৫২৩০ এটি বাজারে আসে ২০১০ সালে এবং ১৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০৩. নোকিয়া ১২০০ এটি বাজারে আসে ২০১১ সালে এবং এটিও প্রায় ১৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০২. নোকিয়া ৩২১০ এটি বাজারে আসে ১৯৯৯ সালে এবং প্রায় ১৬০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। ০১. আমাদের তালিকার ১ম স্থানে আছে ২০০৫সালে বাজারে আসা নোকিয়া ১১১০, যা সমগ্র বিশ্বে প্রায় ২৫০ মিলিয়ন ইউনিটের কাছাকাছি বিক্রি হয়েছে! সূত্রঃ ইন্টারনেট এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।

এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.