আমাদের কথা খুঁজে নিন

   

রুশ অগ্নিকাণ্ডে মালিক দায়ী

২০০৯ সালে একটি রুশ নৈশ ক্লাবের অগ্নিকাণ্ডে ১৫৬ জনের নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার রাশিয়ার এক আদালত ওই ক্লাবের মালিককে দোষী সাব্যস্ত করেছেন। এ ঘটনায় মালিকের সঙ্গে আরও সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন ওই নৈশ ক্লাবে আতশবাজির খেলা আয়োজনকারী। ক্লাবটিতে আতশবাজির খেলা দেখানোর সময়ই আগুনের সূত্রপাত হয়েছিল।
রয়টার্স জানায়, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ ঘটনায় দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছেন।

‘লেইম হর্স’ নামের ওই ক্লাবটি রাজধানী মস্কো থেকে এক হাজার ১৫০ কিলোমিটার পূর্বের পার্ম শহরে অবস্থিত।
মস্কোর কাছের একটি মানসিক হাসপাতালে আগুনের ঘটনায় ৩৮ জন মারা যাওয়ার তিন দিন পর লেইম হর্স নৈশ ক্লাবের মালিককে দোষী সাব্যস্ত করা হলো। মামলার পরবর্তী শুনানির দিন এ বিষয়ে রায় ঘোষণা করা হবে। নৈশ ক্লাবের আরেক মালিক আনাতোলি জ্যাক, ওই এলাকার আগুন নির্বাপণ পরিদর্শক এবং আতশবাজির খেলা প্রদর্শনকারী দলের মালিককেও এ ঘটনায় অভিযুক্ত করা হয়। ক্লাবটির সাবেক এক মালিক কনস্ট্যানটিন মেখরিনকে স্পেন রাশিয়ার কাছে হস্তান্তর করলে গত বছরের মে মাসে তাঁকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।


নৈশ ক্লাবটিতে একটি ভোজ চলার সময় আতশবাজি থেকে দেয়ালে টাঙানো পর্দায় আগুন লাগার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেকেই শ্বাসরোধে এবং হুড়োহুড়ি করে ক্লাব থেকে বের হতে গিয়ে মারা যান। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এজলাসে বিচারক আনাতোলি জ্যাকের কম শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করলে নিহত লোকজনের স্বজনেরা চিত্কার করে ওঠেন। বিচারক বলেন, যেহেতু জ্যাক ওই ঘটনায় সন্তান হারিয়েছেন, আগুন সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছেন এবং উদ্ধারকাজে সাহায্য করেছেন, তাই তাঁর সাজা কম হওয়া উচিত। ২০১১ সালে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।