আমাদের কথা খুঁজে নিন

   

আমি বলে হ্যাকার

বরফ জমেছে কপালে।

মনে হঠাৎ কবি ভাব উদয় হওয়াতে একখানা কবিতা ড্রাফট করলাম, তারপর প্রোফাইলে গিয়া কাব্যিক কথা লিখা শুরু করলাম। প্রোফাইল সেভ করতে গিয়াই হঠাৎ একটা উষ্ঠা খাইলাম। কেডায় জানি আমারে একটা ধমক দিল। "কি কইলি, আবার ক" টাইপ ভাব নিয়া প্রোফাইল আবারো সেভ করতে গেলাম।

আবারো সেই একই ধমক। আমি মনে মনে কই, আরতো সইহ্য করন যায় না রে। এইবার তোরে আমি খাইসি। সাথে সাথে পৃন্ট স্কৃন মাইরা সেভ কইরা রাখলাম। আমারে যে খামাখা হ্যাকর কইয়া গালি দিল, এইটার কি বিচার হওয়া উচিত আপনেরাই কন।

এই ব্লগে সাহিত্য চর্চা ছাড়া আর কোন আকাম করি নাই। আমার সাহিত্যরে হ্যাকিং কইলো ক্যান? আমার সাহিত্য কি এত খারাপ? হ্যাকিং-এর মত একটা কাঠখোট্টা জিনিসের সাথে আমার সাহিত্যের তুলনা করছে, এইটার একটা দফা রফা না কইরা আমি ছাড়তেছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।