আমাদের কথা খুঁজে নিন

   

হিট হবার বিকার! এ কোন্ মানসিকতা?

আসুন আমরা ভন্ডমুক্ত সমাজ গড়ি। ভন্ডরা বন্ধু হলেও পরিত্যাজ্য। এরা সমাজের বিষাক্ত কীট্!

ইদানিং সামহোয়্যারইন এ এক মহা অস্থিরতা বিরাজ করছে বলে আমার মনে হয়। সেটা হল, কে কিভাবে হিট ব্লগ লিখবে? তাতে টাইটেলের কি যে ছিরি হয় তা মনে হয় পাঠক মানেই জানেন। হিট হবার জন্য এরা নিজেদের সমকামি কিংবা রাজাকার বলতেও ছাড়েন না।

কেউ নিজের কিংবা ধার করা ছবি, কেউ নামে বা বেনামে, কেউবা পুরুষ হয়েও মেয়ে নিক নিয়ে, কেউ এক বা একাধিক নিক নিয়ে, কেউবা বর্তমানে ব্লগে হিট হওয়া কাউকে অনুসরন করে যেমন সানগ্লাস পরা ডিসপ্লে দিয়ে হিট হতে চায়। কে কাকে পচাবে? কে কাকে ডুবাবে ?এই নিয়ে তারা মনে হয় জীবন-মরন পন করেছে। কার পাছায় কাপড় নাই এই নিয়া আমরা ব্যস্ত। অথচ নিজের প্যান্ট অথবা লুন্গি পিছনের দিক থেকে যে খোলা এটা আমরা কখনোই ভাবি না। আমরা শুধুই সব সময় ক্যাচাল করি ! এই মই টানাটনি কবে বন্ধ হবে ? কবে? একটু আগে কথা হচ্ছিল বাংলাদেশে এক জিগরি দোস্তের সাথে।

কথা হচ্ছিল সামহোয়্যারইন নিয়ে। সে পরামর্শ দিলো , দোস্ত এমন একটা কিছু লিখ যে তোমার ব্লগ মহা হিট। আমি প্রশ্ন করলাম সেটা কিভাবে সম্ভব? বন্ধু বলল, হাবিজাবি একটা কিছু লিখে দাও , দেখবা, তুমি হিট। আমি তাকে বললাম , এভাবে হিট আমি হতে চাইনা। কমেন্টসের আশায় আমি লিখি না।

লিখি বিবেকের তাড়নায় ও কিছু করার আনন্দে। আর তখনই এ বিষয়ে লিখার আইডিয়াটা মাথায় আসলো। আমাদের স্বভাব হলো , যে কোন ভাল জিনিসকেও আমারা খুব সহজে খারাপ করতে বেশি সময় নেই না। হোক না সেটা যত-ই ভাল। এই একটা কাজে আমরা খুবই সিদ্ধহস্ত।

আমাদের কথা হল ,ভাত আমি না খাইলে তুইও খাইতে পারবি না,খাবে কাউয়ায়। এজন্য আমি অবশ্য ব্লগারদের দোষ দেই না। তাদেরকে আপনি প্রশ্ন করলে তারা হয়ত সরল মনে উত্তর দিবে, আমি তো এমনি এমনিই করি। এটা আমার বাপ-দাদা ,দাদার বাপ,তার বাপ করছে, তো আমি করলে ক্ষতি কি?আপনি কিভাবে এর জবাব দেবেন? ভন্ডামি,ফতোয়াবাজি,টাউটারী,দূর্নীতি এগুলা তো আমাদের রক্তের সাথে মিশে আছে। ১৫ কোটি মানুষের হয়ত বেশীরভাগই আমরা চোর! মুক্তির উপায় কই? উপায় নাই গোলাম হোসেন! আসুন আমরা নিজেদেরকে এ থেকে মূক্তি দেই।

মূক্তির পথ আমাদেরকেই খুজতে হবে। কিন্তু কিভাবে? এ প্রশ্ন আমার সবার কাছে। আজ থেকে আমরা শপথ নেই, নিজেদের ভিতর হানাহানি বন্ধ করে, চোখ বোজার আগে কিছুটা হলেও যেন আমরা সমাজের জন্জাল দূর করি! পরিশেষে বলব, শুধু ব্লগে পাতার পর পাতা ভরিয়ে হিট হয়ে কোন লাভ নেই। এ থেক সমাজ লাভবান হয় না। আমাদের সবকিছু যেন সমাজমুখীও জীবানমুখী হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।