আমাদের কথা খুঁজে নিন

   

ভিওআইপি কি আসলেই নিষিদ্ধ???

কেএসআমীন ব্লগ

ভিওআইপি কি আসলেই নিষিদ্ধ আমাদের দেশে? বাণিজ্যিক ব্যবহারের জন্য হতে পারে। বছর দুই আগে পত্রিকায় পড়েছিলাম যে, ভিওআইপি আইনসিদ্ধ হতে চলেছে। লাইসেন্সের ব্যবস্থা হচ্ছে। কিন্তু কোন প্রতিষ্ঠান কি এখনও লাইসেন্স গ্রহন করেনি? বৈধ হলে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় এ নিয়ে এতটা ধড়পাকড় হতো না। বিটিআরসি এব্যাপারে ভাল বলতে পারবে হয়তো... কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ভিওআইপি ব্যবহার কি নিষিদ্ধ? মনে হয় না... ইন্টারনেট টেলিফোনি তাহলে কীভাবে হচ্ছে? এমএসএন, মিগ৩৩, ডায়ালপ্যাড, টিপ্যাড ইত্যাদির মাধ্যমে হেডফোন লাগিয়ে যারা ইন্টারনেটে নর্থ আমেরিকা, ইউরোপে কথা বলছেন তারা কি ভিওআইপি ব্যবহার করছেন না? আমার নিজের অভিজ্ঞতা এ ব্যাপারে নেই বললেই চলে। ব্যবহারকারীদের কাছে জানতে চাই প্রকৃতপক্ষে ভিওআইপি এখন কোন পর্যায়ে আছে আমাদের দেশে। বিটিআরসি বা আইএসপি'র কেউ যদি জবাব দেন তাহলে বেশী খুশী হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।