আমাদের কথা খুঁজে নিন

   

মামা বিভ্রাট

সাহিত্য চর্চা নয়,প্রাত্যহিক জীবন নিয়ে সাজানো আমার ব্লগখাতা

কাল বয়স্ক এক রিকসাওয়ালার রিকসায় করে যাচ্ছিলাম । নির্দিষ্ট গন্তব্যে আসার পর ভাড়া দিলাম । রিকসাওয়ালা অতিরিক্ত কিছু টাকা দাবি করলেন । আমি বললাম, "মামা,আমার কাছে ভাংতি আর টাকা নেই । নাহলে দিতাম ।

" রিক্সাওয়ালা আমাকে হতবাক করে দিয়ে বললো, আমি কি আপনার বাপের শালা হই ? মামা ডাকছেন যে ! আমি আর কিছু বললাম না । চুপচাপ চলে আসলাম । আমার ভার্সিটির বুক স্টোরে লেখা আছে "দয়া করে মামা ডাকবেন না । " তারপরও বান্দর ছেলেরা ঠিকই মামা ডাকে । আর ঐ ব্যক্তিটি হতাশ হয় ।

মামা নিয়ে আরেকটা মজার কাহিনী আছে । ভার্সিটির এক অফিসিয়াল ভাইয়ের কাছে সংগীতে নাম রেজিস্ট্রি করতে গিয়েছিলাম গতবছরে । অভ্যাসবশত ঐ ভাইয়াকে মামা সম্বোধন করলাম । উনি তো রেগে শেষ । বললেন, আমি মামা ? তারপর আমি বললাম, স্যরি মামা,আর বলবো না ।

উনি রক্তচক্ষু দৃষ্টিতে তাকালেন । আমি বড়কে গিয়ে বললাম, মামা, সংগীতে নাম লেখাতে এসেছিলাম । উনি আমাকে বের করে দিলেন । বেয়াদব বললেন । আমি মাথা নিচু করে চলে আসলাম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।