আমাদের কথা খুঁজে নিন

   

জুড়ে

সুখীমানুষ

যায়কি বলো তোমায় ভুলে থাকা যায়কি সরা তোমার থেকে দূরে? চাঁদটা যে হাসে তোমার মত কোকিলটা যে গায় তোমারই সুরে!! বাতাস মোরে জড়ায়ে ধরে ফুলের গন্ধে প্রান জুড়ায়ে যায়, পেয়েছে এরা তোমার স্বভাব সবে এরা তুমি হতে চায়। যে আকাশে শাদা মেঘের ভেলা সে আকাশেই গোমরা মেঘমালা সাজায়ে বসে এরাও সবাই তোমার মুখের মান-অভিমান ডালা। বেধেছো যখন এমনি করেই আর কি করে তোমায় ভুলে থাকি? ওই প্রিয় মুখ যে দিবারাতি হৃদয়ে আমার যতন করে রাখি। ১২-৮-০৭, প্রেমবাগান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।