আমাদের কথা খুঁজে নিন

   

থিওরি

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ।

স্বভাব থিওরি কার স্বভাব কেমন এই নিয়ে পরীক্ষার প্রশ্নোওরঃ ১। ডাক্তার স্বভাব = নতুন কায়দায় টাকা নেয়া। ২। উকিলের স্বভাব = পেঁচিয়ে কথা বলা।

৩। ব্যবসায়ীর স্বভাব = মিথ্যে বলা ৪। সরকারি চাকুরের স্বভাব = ঘুষের আশায় প্রতিদিন অফিসে যাওয়া ৫। কিশোরীর স্বভাব = সমবয়সী ছেলেদের সামনে ঘুরঘুর করা। ৬।

তরুনের স্বভাব = নেশায় ডুবে থাকা। ৭। উঠতি মাস্তানের স্বভাব =নিরীহ লোকদের ভয় দেখানো । ৮। তরুনীর স্বভাব = ন্যাকামি করা।

৯। প্রেমিকের স্বভাব = সঙ্গীর পিছনে অযথা টাকা খরচ। ১০। প্রেমিকার স্বভাব = বন্ধুদের মধুর (মিথ্যে) বলে গলিয়ে ফেলা। ১১।

কিশোরের স্বভাব = বিপদজনক কাজে সাহস দেখানো। ভালবাসা থিওরি ১.শিক্ষক ভালবাসেন= ছাত্র-ছাত্রিদের প্রইভেট পড়াতে। ২.বিক্রেতা ভালবাসেন = ক্রেতাকে ঠকাতে ৩.উকিল ভালবাসেন = মক্কেলকে ফতুর করতে ৪.ভিখারী ভালবাসেন = ট্রাফিক সিগন্যালকে ৫.মামা ভালবাসেন = ভাগিনাকে। ৬.বিটিভি ভালবাসে = বর্তমান সরকারকে খুশিরাখাকে ৭.বিদ্যুৎ বিভাগ ভালবাসে = লোডসেডিংকে ৮.জ্যোতিষি ভালবাসেন = হাতকে ৯.মাস্তান ভালবাসে = অস্ত্রকে ১০.প্রার্থী ভালবাসে = ভোটারকে ১১.ছিনতাইকারী ভালবাসেন = নির্জন পরিবেশকে। সংগৃহিত এবং সংকলিত


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.