আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর গোধূলির মন খারাপ

সযতনে খেয়ালী!

মনটা বড়ই উদাস হইছে। তবে উদাসী হইয়া বৈরাগী প্যাচাল পারতাছে না। ঢ্যামনা ধইরা বইসা আছে। সার্চিং, ফাইন্ডিং সব ইঞ্জিন বন্ধ। কি জানি করতে ইচ্ছা করতাছে।

আবার কিছু করতেও ইচ্ছা করতাছে না। কতোবার চেষ্টা করলাম মন খারাপের কারণটা বাইর করি। কতো খোঁজাখুজি করলাম, পাইলাম ঘোড়ার আন্ডাটা। জোর করে একেকটা কারণ দাঁড় করাই, ইট্টু পরেই মনেহয় 'উঁহু, কারণটা ঠিক যুতসই হইলো না'। আবার আরেকটা কারণ দাঁড় করাই, আবারো যেই লাউ সেই কদু! চেয়ারে ভ্যাব্দার মতো বইসা বইসা ফ্যাল ফ্যাল কইরা চাইয়া থাকি মনিটরের দিকে।

ঘুমাইতে মন চায়, আবার শুইতে গেলে মনে হয় সময় নষ্ট হইবো। বাইরে যাইতে মনে লয়, যেই ঠান্ডা পড়ছে, সাহস পাই না। ভাল্লাগতাছে না কিছুই। এক্কারে ব্যারাছ্যারা অবস্থা! কেঙ ধইরা পুরান পুরান কতগুলা গান হুনতাছি। একটা দেই এইহানে আরেকটা দেই এইহানে


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।