আমাদের কথা খুঁজে নিন

   

মা মাগো...

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

বা বা রে অনেক দিন পর হাটলাম । বিকেলে আমার একমাত্র শালা আর ভাগনী এসে হাজির । বায়না ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে । গাড়িটা আবার আজকে আমি ভাগে পাইনি ।

অবশেষে পদব্রজে দীর্ঘ পথ পরিক্রমা । কিছুদুর যাবার পর রিক্সার খোঁজ করলাম, ভাড়ার কথা শুনে আমার গাড়ির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম । কিছু দুর যাবার পর হাপিয়ে উঠেছি এমন সময় পাড়ার একজনকে দেখলাম আখের রস নিয়ে বশে আছে রাস্তায়, ঢক করে গলায় দিলাম একগ্লাস সাথে ওরাও । আখের রশের গুণের কথা ভেবে একটু গায়েবল পেলাম মনে হলো । তারপর আর বেশি দূর যাবার শাহস হলো না ফেরার কথা ভেবে ।

এদিকেতো পেট খালি । ঢুকলাম এক পূজো রেঁস্তোরায় ,তাড়াহুড়োর ভাজা খাবার সেও যেন অমৃত । যাই হোক ,অনেক কষ্টে বাড়ি ফিরলাম ,তারপর কী অবস্তা নাইবা বোললাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।