আমাদের কথা খুঁজে নিন

   

বান্ধবী+ফোন = সমস্যা

আমাদেরই আশেপাশে...

মানুষের কাজ না থাকলে যা হয় আরকি! বাসার কাজ এখন বোন আর ভাবী দেখে; স্বাভাবিক ভাবেই আম্মার কোন কাজই নেই। এখন টিভি দেখা আর এই ঘরে ঐ ঘরে গিয়ে কে কি করছে তার ওপর মাতব্বরি করাই তার প্রধান কাজ। ইদানিং চাকরি বাকরির ঝামেলা না থাকায় চুটিয়ে বান্ধবীর সাথে ফোনে কথা বলা চলছে। ব্যাস! ঘন ঘন ফোন আর কথা বলার সময় আমার রোমান্টিক মার্কা চেহারা দেখে সন্দেহ ঘনিয়ে আসলো আমার মায়ের মনে! বার বার রুমে এসে শাসিয়ে যাচ্ছে, সে তার শেষ বউ কি রকম চায়। তাই এবার কথা বলার স্টাইল চেঞ্জ করে দিলাম। আম্মা সামনে আসলেই ভাষা চেঞ্জ! ইংরেজি অথবা জার্মানী ভাষায় কথা বলা শুরু করি। আমার মায়ের চোখ গরম করা ছাড়া আর কিছুই করার থাকে না। কিন্তু এটা আমার কাছে খুব একটা ভালো উপায় বলে মনে হচ্ছে না। বাংলা ভাষা ছাড়া কি আর মনের কথা গাঢ় করে বলা যায়? ভাইজানেরা ও বইনের আমারে বাঁচান! কোন উপায় বাৎলান....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।