আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের দেশে কি নিয়ম ?

পরিবর্তনের জন্য লেখালেখি

ছেলেটা কিনে নিতে চাইলো । কিন্তু একটু আগে দিয়ে দেওয়া ডলারের পরে ওর পকেটটা হালকা ছিলো । ছেলেটা চেয়ে নিতে চাইলো । কিন্তু লিখে ফেলা শব্দদের ঠোঁটে তুলে বাক্যগুলো গাঁথতে লজ্জা ছিলো । ছেলেটা কেড়ে নিবে কিনা ভাবলো । কিন্তু ওর নিজের কাছ থেকে কেড়ে নেওয়া স্বপ্নগুলো মনে করে হঠাৎ দ্বিধা ছিলো । ছেলেটা চুরি করা কথা ভেবে হাসলো । কিন্তু একটু একটু জড়ো হওয়া আত্মবিশ্বাসের টুকরো গুলো ওকে চোখ রাঙালো । ছেলেটা দিশেহারা হয়ে হাত বাড়ালো । মেয়েটা তার চোখ ভরা বিস্ময় নিয়ে জানতে চাইলো, "তোমাদের দেশে কি নিজের জিনিস চেয়ে নেওয়াটাই নিয়ম?" ( ছেলেটা যা দেখেনি , মেয়েটার বুকের ভিতর একটা স্ট্যাম্প করা দলিল আর তাতে লেখা , এই সম্পত্তির প্রকৃত মালিক _________ ________________________ একটা নাম, একটাই!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.