আমাদের কথা খুঁজে নিন

   

এই কি বেশি না

প্রবাস জীবনে বাংলাদেশ ভাবনা

তুমি চাও রোদ্দুর, আমি চাই আকাশ মেঘলা খুজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না ছুটে চলো একা আনমনে, আমার ইচ্ছা করে না দু'জনে দু'জনাকে চাই, তবু নিজেদের আজ কেউই চাই না মেলে না আজ কিছু মেলে না, ভালবাসা বাঁচতে চাওয়া ছাড়া এদুটোই মিলে যায়, বসে একা ভাবি বসে তাই এই কি বেশি না, এই কি বেশি না বলো এই কি বেশি না, এই কি বেশি না আজ এই কি বেশি না।। যাত্রী'র গানটি অসাধারণ। খুবই হৃদয়ে লেগেছে, শুনে দেখবেন হয়তো আপনারও ভাল লাগবে। আসলে বাংলাদেশের জনগণ ও সরকার দু'জনে দু'জনার ভাল চায় কিন্তু কখনও জনগণ সরকারকে তাদের পাশে পায় না অতঃপর জনগণও সরকারকে চায় না। অবশেষে বেঁচে থাকতে চাওয়াই বড় মনে হয়। এই কি বেশি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।