আমাদের কথা খুঁজে নিন

   

আবাহনী-মোহামেডান মাঠে নামছে আজ

বিসিবির টালবাহানা, ক্লাবগুলোর অনীহায় ভেস্তে যেতে বসেছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর 'ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ'। মাঠে গড়াবে কি না এ নিয়ে সৃষ্টি হয়েছিল সংশয়ের। শঙ্কিত হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনাকে মাটিচাপা দিয়ে খেলা মাঠে গড়ানোয় হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেটাররা। প্রথম রাউন্ডের প্রথম তিন ম্যাচের দুটি হয়েছে।

একটি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া ও কলাবাগান। আজ প্রথম পর্বের আরও তিনটি ম্যাচ। আজ মাঠে নামছে ঘরোয়া ক্রিকেটের দুই শক্তিশালী দল আবাহনী ও মোহামেডান। এ ছাড়া নামছে লিগের শিরোপা প্রত্যাশী দুই দল শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র।

লটারি পদ্ধতির দলবদলে শক্তিশালী দল গড়েছে শেখ জামাল ও কলাবাগান। দলবদলে লটারিতে কলাবাগান দলভুক্ত করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যদিও তিনি আজ খেলছেন না। মোহামেডানে খেলার জন্য ইতোমধ্যেই শ্রীলঙ্কা থেকে উড়ে এসেছেন তিলকারত্নে দিলশান ও উপল থারাঙ্গা। এ ছাড়া প্রতিটি দলেই খেলছেন এক বা একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার।

রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মৌসুমের প্রথম হেভিওয়েট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ সিসিএস এবং বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মোহামেডান খেলবে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান সাকিব। সেই ব্যথা এখনো পুরোপুরি সারেনি। তাই ১৮ সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারবেন না বলে জানিয়েছেন কলাবাগানের কর্মকর্তা রিয়াজুর রহমান বাবু, 'সাকিব এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

১৮ তারিখের আগে খেলতে পারবেন না। ' সাকিব না খেললেও তিন শ্রীলঙ্কান জেহান মুবারক, কাপুগেদারা ও সোহান ডোসালিয়া খেলবেন আজ। প্রতিপক্ষ শেখ জামালের অধিনায়ক মুশফিকুর রহিম। বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা এবং আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ খেলবেন। শেহজাদকে গতকাল উড়িয়ে আনা হয়েছে বলে দলের ক্রিকেট চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন বলেন, 'মুনাভিরা আগেই এসেছেন।

জিম্বাবুয়ান ক্রিকেটাররা টেস্ট খেলছেন। তাই প্রথম দুই রাউন্ডে তাদের পাচ্ছি না। এ ছাড়া কাল (আজ) খেলাতে উড়িয়ে এনেছি আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদকে। '

গত মৌসুমে ষষ্ঠ হয়েছিল মোহামেডান। এবার শিরোপা জিততে ভালোমানের বিদেশি ক্রিকেটারদের ভিড়িয়েছে দলটি।

ইতোমধ্যে দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান জাতীয় দলের দুই ক্রিকেটার দিলশান ও থারাঙ্গাকে। দিলশান গতকাল দুপুরে এসেছেন। হজরত শাহজালাল বিমানবন্দরে কমিশনে নিবন্ধন করেই চলে আসেন বগুড়া। থারাঙ্গা আসেন আগের দিন। গতকাল সন্ধ্যায় আসেন আফগানিস্তানের অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ নবী।

আজ খেলবেন 'নড়াইল এঙ্প্রেস' মাশরাফি বিন মর্তুজা। বগুড়ায় মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। দলের কোচ মিজানুর রহমান বাবুল আজকের ম্যাচ নিয়ে বলেন, 'মোহামেডান শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও আমরা জেতার জন্য খেলব। ' আজকের ম্যাচে দুজন বিদেশি খেলাবে প্রাইম দোলেশ্বর।

দিলশানের ভাই টি সাম্পাথ ও রওসন ডি সিলভা।

'প্লেয়ার বাই চয়েস' পদ্ধতির দলবদলে সাকিব আল হাসানকে নেওয়ার সুযোগ এসেছিল আবাহনীর। কিন্তু বাই করে দেয় ধানমন্ডি পাড়ার দলটি। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেটের সবচেয়ে সফল দলটি এবার সেজেছে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে। আজ তাদের প্রতিপক্ষ প্রতিবেশী সিসিএস।

ফতুল্লা স্টেডিয়ামে আবাহনী তিন বিদেশিকে খেলাচ্ছে আজ। তিনজনই শ্রীলঙ্কান। এরা হলেন ইন্ডিকা ডি শরম, থারাঙ্গা পারানাভিথানা ও জানক্য গুরারত্নে। পারানাভিথানার টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। দলের কোচ আবদুল করিম জুয়েল আজ জেতার বিষয়ে আশাবাদী, 'আমাদের দল তারুণ্যনির্ভর।

আজ আমরা জেতার জন্যই খেলব। ' সিসিএসের দুই বিদেশি ক্রিকেটারের একজন বাঁ-হাতি পেসার থিলান থিসারা ও আরেকজন ব্যাটসম্যান জিহান রূপাসিংহে। রূপাসিংহে শ্রীলঙ্কার পক্ষে টি-২০ ম্যাচ খেলেছেন।

আজকের খেলা

ম্যাচ ভেন্যু

শেখ জামাল-কলাবাগান কে সি রাজশাহী

আবাহনী-সিসিএস ফতুল্লা

মোহামেডান-প্রাইম দোলেশ্বর বগুড়া

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।