আমাদের কথা খুঁজে নিন

   

হ য ব র ল

বলতে বলতে সবই বলা শেষ তবু...

না না সুকুমার রায়ের অমর সাহিত্যের কথা শোনাচ্ছি না এখানে, আসলে দিচ্ছি বাংলা ভাষার বিভিন্ন বিষয় নিয়ে কিছু তথ্য। ------------------------------------ >> স্কুলে বাংলা ব্যাকরণ ক্লাসে কার কার ঘুম পেত হাত তুলুন-জানেন কি অষ্টাদশ শতকের আগে বাংলার কোনো লিখিত ব্যাকরণ বই ছিল না? প্রথম বাংলা ব্যাকরণ ও অভিধান লেখা হয়েছিল পর্তুগীজ ভাষায় ১৭৩৪ থেকে ১৭৪২ এর মধ্যে। নাম ছিল - Vocabolario em idioma Bengalla, e Portuguez dividio em duas partes লিখেছিলেন এক পর্তুগীজ মিশনারী ম্যানুয়েল দ্য আসম্পাকাম। বাংলা অক্ষর ব্যবহার করে প্রথম আধুনিক বাংলা ব্যাকরণ লেখেন এক ব্রিটিশ পণ্ডিত ১৭৭৮ সালে। ১৮৩২ সালে অবশ্য রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ বই লেখেন।

>> ভারতবর্ষ ও বাংলাদেশ দু’টি দেশেরই জাতীয় সঙ্গীত রচনা করেন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দু’টি গানই লেখা হয় বাংলা ভাষায়। >> অবিভক্ত ভারতের প্রথম নোবেল পুরস্ড়্গার বিজয়ী বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় উপমহাদেশের এখন পর্যন্ত শেষ তিন নোবেল পুরস্ড়্গার বিজয়ী যথাক্রমে -- মাদার টেরিসা (ভারত) ৈজন্মসূত্রে না হলেও কর্মসূত্রে কলকাতাবাসী। অমর্ত্য সেন (ভারত) ৈঅর্থনীতির উজ্জ্বল বাঙালি নক্ষত্র, আমেরিকা প্রবাসী।

মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ) ৈহঁ্যা, অর্থনীতির এই প্রতিভাও বাঙালি! দ্ব এবারে আসি বাঙালির অন্যতম প্রিয় বিনোদন চলচ্চিত্রে -- প্রথম বাঙালি ফিল্ম ডাইরেক্টর ছিলেন হিরালাল সেন। প্রায় চল্লিশটি সিনেমা তৈরী করেছিলেন ইনি। দুর্ভাগ্যবশতঃ ১৯১৭ সালের এক অগ্নিকাণ্ডে তাঁর নির্মিত সিনেমাগুলো ধ্বংস হয়ে যায়। প্রথম বাংলা নির্বাক সিনেমা ’বিল্বমঙ্গল’ তৈরী হয়েছিল ১৯১৯ সালে, নির্মাতা ছিলেন জ্যোতিষ ব্যানার্জী। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র তৈরী হয়েছিল ১৯৩১ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প ’দেনা পাওনা’ অবলম্বনে।

দ্ব প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন রাশিয়ান পণ্ডিত লেবেডেফ। ১৭৯৫ সালে কলকাতায় এই নাটক মঞ্চস্থ করা হয়। -- উইকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।