আমাদের কথা খুঁজে নিন

   

আমার এই প্রাণ বৃথাই উড়ে বেড়ায় তোমারই ছায়ায় ;কি এক উৎকন্ঠা আমার!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ছুটতে ছুটতে ঢুকলাম ঘরে । ঠিক ছুটতে ছুটতে নয় , মানে ফিজিক্যালি নয় ভার্চুয়ালি । এখন আর ফিজিক্যালি বেশী নড়াচড়া করতে ভালো লাড়গনা ।

পেটে মেদ জমছে । সেই মেদের ছটা লাগছে দু গালে চোখের নিচে । মেদের ভর নাকি আমার চেহারায় ভারিক্কি ভাব আনছে । হতে পারে । তারচেয়েও বেশী ঠিক মেদ আমার ভারী করে তুলছে ।

ভারচুয়ালি ছুটতে ছুটতে বাসায় ঢুকলাম । দীর্ঘ ২৪০ কিঃমিঃ ছুটে এলাম । আমি ঠিক ছুটিনি । ছুটেছে আমার গাড়ি । সেযাই হোক ।

ঈদ সেরে ফিরে এলাম । কিন্তু পূজো করা হলো না । এবার ইচ্ছেছিল আমার শৈশবের শহরে বেকার কয়েকটি দিন কাটিয়ে আসব । হলোনা । অসম্ভব কোর জরুরী কাজ আছে ঠিক তাও নয় ।

আমার ঠিক জরুরী প্রয়োজনেই আসা । তবে আমার নয় । নেই আরকি । সবই এখন এমন । পথে আসতে আসতে বালাম এর এক পোস্টার দেখলাম ।

আর হঠাৎই বাধ ভেংগে ছুটে এলা আমার ওয়ারফেজ । সান্জ্ঞয় , রাসেল ,বাবনা - সেই তারুণ্য আর বাধভাংগা উচ্ছ্বাস .... তাই ছুটতে ছুটতে ঢুকলাম । আর পিসি ছেড়েই ওয়ারফেজ , কিন্তু কোনটা ছেড়ে কোনটা শুনি ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।