আমাদের কথা খুঁজে নিন

   

গোপাল ভাঁড় (কোনটা হাতি?)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গোপাল ভাড় এক আশ্চর্য আবিষ্কার।

গোপাল ভাঁড়ের কাহিনী পড়ে হাসেনি এমন লোক খুব কম আছে। ব্লগারদের হাসাতে একটি কাহিণী দেয়া হল। গোপাল তখন খুব ছোট। হাতি দেখাতে গোপালের মা গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাড়িয়েছে। পথ দিয়ে একজন জমিদার হাতির পিঠে চেপে যাচ্ছিলেন।

গোপালের মা গোপালকে বললেন, "ওই দেখ গোপাল হাতি যাচ্ছে"। গোপাল বলল, "কোনটা হাতি মা, যে চেপে বসে আছে। " আসলে জমিদারবাবু ছিলেন খুবই মোটা। গোপালের ওই কথা শুনে আশেপাশের লোকজনরা হা হা করে হাসতে থাকল। **গল্পটা ভাল লাগলে বলবেন।

আমার কাছে আরও আছে। **

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।