আমাদের কথা খুঁজে নিন

   

সে চলে নতুনের পথে

ঈশ্বরের সাথে বোঝা-পড়ার দিন গুনছি।

"ভুলে যাওয়াই নিয়ম যেখানে, সেখানে কেনো মনে রাখার অভিপ্রায় জানালায় এসে দোলা খায়! অনেকটা পথইতো পার হলাম, বাকিটা না হয় এভাবেই হোক সারা। পথের পথিকের পথইতো পৃথিবী। তাকিওনা বাবুই বাসায়, থেমে যাবে পা তবে এ গলিতেই। যেতেতো হবেই, তবে চলো এ সোনালীতে বসি কিছুক্ষন।

নাও বৃষ্টি দু-চোখ ভরে চার পল। নিভুক দ হন। দু-হাতে নিয়ে নিও এক পশলা বৃষ্টি মনে করে, চলতে গিয়ে আমার তৃষ্নায় হৃদয় জলে উঠলে, ঝাপটে মেরো জল ও বুকে। পেলে যা অবারিত সুখ, গুনে রেখো, কেটে যাবে পুরো আরেকটা যুগ। " এ কথা শোনে, সে চলে গেলো তার দিকে ।

আমি ভুল করে ধরলাম উত্তরের পথ। যেতে যেতে দেখি সব ফিরে ফিরে পাশ দিয়ে যায় ভেসে। ছুঁতে পারিনা। একের পর এক কাল এল দেখা দিতে। সমস্তটা একসাথে পাগল করে দিলো যেনো।

আমি চিৎকার করে উঠি তাকে ঢেকে। "তুমি ফিরে আসো, রেখে আসা তুমি-আমির মাঝে আমি একা। যা বলেছি ,ভুল ছিলো" আমার আর্তি পৌছায়না তআর কাছে। আমি পেছনে যেতে থাকি, সে আমার করে দেয়া নতুনের পথে, নতুন গতিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।