আমাদের কথা খুঁজে নিন

   

ডলুরার শহীদ করবস্থান - সুনামগঞ্জ

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

জায়গাটা একদম ভারতীয় সীমান্তে সুনামগঞ্জ শহর থেকে প্রায় ১২ কিমি উত্তরে। দুকদম হাটলেই মেঘালয় রাজ্য। জায়গাটা এখন একটা পর্যটন স্থান কারণ তার পাশেই আছে ডলুরার নদী - কাটা গাঙ্গ। মুক্তিযুদ্ধের সময় জায়গাটার একটা অসাধারণ গুরুত্ব ছিল। এই জায়গাটা সীমান্ত সংলগ্ন বলে এখানে প্রায় ৪৫ জন শহীদ মুক্তিযুদ্ধাকে কবর দেয়া হয়েছিল।

এখানে যাবার পথ হচ্ছে - প্রথমত আপনাকে সুনামগঞ্জ যেতে হবে। সুনামগঞ্জে থাকার মতো কয়েকটি ভাল হোটেল এখন আছে। তারপর আপনাকে যেতে হবে হালুয়ার ঘাট - তা আপনি ইঞ্জিন নৌকায় বা রিক্সায় যেতে পারেন। সুরমা নদী পার হলে আপনি ওপাড় থেকে টেম্পু বা বেবী টেক্সী দিয়ে সোজা চলে যাবেন ডলুরা শহীদ মিনার / কবরস্থান। জায়গাটা খুবই প্রসিদ্ধ সবাই চেনে।

সবাই কে ঈদের আবারো শুভেচ্ছা ও সুনামগঞ্জ ঘুরার আমন্ত্রণ জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.