আমাদের কথা খুঁজে নিন

   

মাস্ট রিড পোস্ট: পুরুষের প্রজনন ক্ষমতা

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

পুরুষত্বহীন ছেলেরা বিয়ের পরে অতৃপ্তির যন্ত্রণায় দগ্ধ করছেন অনেক নারীকে। এই জাতীয় স্বামীদের অনেকেই নিজেদের অক্ষমতার কথা জনেও বিয়ের নামে প্রতারণা করেন। একজন সক্ষম পুরুষ বিয়ের পর যদি জানতে পারেন তার স্ত্রী বন্ধ্যা তবে তিনি আরেকটি বিয়ে করে পরিতৃপ্তি লাভ করতে পারেন। এক্ষেত্রে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু একজন সক্ষম স্ত্রী অক্ষম পুরুষকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারেন না ধর্মের কারণে।

আবার স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় সংসার করাও সামাজিক প্রতিবন্ধকতার ফলে নারীর জন্য দুঃসাধ্য। নারীর এমন দুঃসময়ে গুরুজনেরা মিথ্যা হাদিস শুনিয়ে বলেন 'স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত' তাই বাকি জীবন ওদের সেবা করে যাও! বেচারা নারী তাই সই! কিন্তু একজন সক্ষম পুরুষ বন্ধ্যা স্ত্রীকে নিয়ে জীবন যাপনে মোটেও আগ্রহী নয়। বরঞ্ঝ 'দূর অলক্ষী, আমি আরেকটা বিয়ে করবো' এমন কথাই শোনা যায়। যদিও কেউ রক্ত পরীক্ষা করে প্রেম করার কথা ভাবে না তবুও এখন বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে বলা হচ্ছে। যাতে এইডস বা জেনেটিক কোন সমস্যায় নারী-পুরুষ বা ভবিষত প্রজন্ম আক্রান্ত না হয়।

তেমনি বিয়ের আগে হবু স্বামী-স্ত্রীর বিশেষত পুরুষের প্রজনন ক্ষমতা পরীক্ষা করানো প্রয়োজন বলে মনে করছি। সাধারণত এই ধরণের সমস্যা চিকিতসাযোগ্য। যদিও অনেকেই বলেন শারীরিক সম্পর্কটাই সব নয়, কিন্তু এটাও ঠিক মনটাও সব নয়! একটি সফল বৈবাহিক সম্পর্ক মন ও শরীর দুটোর সামঞ্জস্যেই হয়। ছবি: ব্যক্তিগত সংগ্রহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.