আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ নিয়ে বাড়িতে যাচ্ছি



পূর্বসূত্র: আমি আর আমার খুব ঘনিষ্ট এক বন্ধু আরিফ একই সাথে একটি ইন্ডাস্ট্রিতে চাকরি করি। ০৮.১০.০৭ স্যারের কাছে গেলাম দুজন। আরিফ: স্যার ঈদের ছুটির ব্যাপারে একটু কথা বলতাম। স্যার: দুইজন তো ছুটি পাবে না। একজন যাবে আর একজন থাকবে।

আমি: স্যার, চাকরির পর প্রথমবার ঈদ এবার একটা ব্যাবস্থা করেন। স্যার: আচ্ছা দেখি কি করা যায়। ০৯.১০.০৭ আবার স্যারের কাছে গেলাম দুজন। আমি: স্যার, ছুটির ব্যাপারটা কি হল। স্যার: তোমাদের একজনকে থাকতে হবে।

আরিফ: স্যার, প্রথমবার হিসেবে যদি ..... স্যার: প্রথমবার দ্বিতীয়বার বলে তো কোন কথা না, ফ্যাক্টরি যদি চালু থাকে তবে একজনকে অবশ্যই থাকতে হবে। আমি: স্যার, আপনি বলেছিলেন একটা ব্যাবস্থা করবেন। স্যার: তোমরা এই সহজ জিনিসটা বোঝ না কেন, রুলস্ বলে তো একটা কথা আছে। আমি তো আর নিয়মের বাইরে যেতে পারি না। তারপরও দেখি কাল মিটিং হবে।

তারপর তোমাদের জানানো হবে। ১০.১০.০৭ দুজনে স্যারের রুমে যাচ্ছি। স্যার তখন বের হচ্ছে। আরিফ: স্যার, ছুটির ব্যাপারে কি ডিসিশন হল? স্যার: (যেতে যেতে অস্পষ্ট স্বরে) দুজনের একজন থাকবে। আমি: আরিফ, কি বললো বুঝছিস? আরিফ: না।

আমি: চল আবার স্যারের কাছে যাই। দৌড়ে নিচে এসে দেখি স্যার গাড়িতে উঠছে। আমি: স্যার কি বললেন বুঝতে পারিনি। স্যার: আগে পরে করে ছুটি নাও (এবারও কিছুটা অস্পষ্ট)। বলে গাড়ি নিয়ে চলে গেল।

দুজন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম কি করা যায়। স্যারের কথার অর্থ তো 'যেই লাউ সেই কদু', একজন না আসলে আরেকজন যেতে পারবে না। আরিফ বলল, এবার তুই যা, পরেরবার আমি যাব। ওর স্যাক্রিফাইসটাই মেনে নিলাম কারণ ও এখনো বাড়ির জন্য কেনাকাটা করেনি। আর আমার সব কেনাকাটা করা শেষ।

মনে পড়ল কি কষ্ট করেই না দুজনে টিকিট ম্যানেজ করেছি। যাইহোক চাকরিটা তো বাঁচাতে হবে। রাতে দুজনে মিলে দশ জায়গায় অ্যাপ্লাই করলাম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়া হয়ত খুব একটা সমস্যা হবে না কিন্তু আরেকটা না পাওয়া পর্যন্ত তো এটা ছাড়তে পারছি না। একটু পরেই যাব।

আরিফের জন্য খুব খারাপ লাগছে। তাই বাড়িতে যাব যেখানে মন ভাল থাকার কথা, সেখানে মন খারাপ নিয়েই বাড়ি যাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।